এইভাবেই _ লুবনা ইয়াসমিন লিমি

প্রথম পাতা » কবিতা ও সাহিত্য » এইভাবেই _ লুবনা ইয়াসমিন লিমি
রবিবার ● ১০ অক্টোবর ২০২১


---

লুবনা ইয়াসমিন লিমি

এইভাবেই আর কত?

এইভাবেই ক্ষতবিক্ষত

এইভাবেই আমিই যখন লাশ

এইভাবেই সীতার বনবাস।

এইভাবেই সব গুলো কান কথা

এইভাবেই স্তব্ধ নিরবতা,

এইভাবেই ক্ষোভ ফুঁসে ওঠে

এইভাবেই বিস্ফোরনে ফোটে।

এইভাবেই আমরা দুদিকে যাই

সময় হাতরে যখন কিছুই না পাই,

এইভাবেই হাহাকার কথা বলে

এইভাবেই দূরত্ব বেড়ে চলে।

এইভাবেই নিয়মটা পাল্টে যায়

এইভাবেই সুখ আসে দরজায়।

এইভাবেই পৃথিবীর মায়াজালে

এইভাবেই জন্মের খেলা চলে,

এইভাবেই বিধাতার বানানো ছকে

এইভাবেই হারজিৎ ছবি আঁকে।

বাংলাদেশ সময়: ১৫:৩২:১৯ ● ৫৩৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ