কবিতা : মাটির টানে — গিয়াস আহমেদ

প্রথম পাতা » কবিতা ও সাহিত্য » কবিতা : মাটির টানে — গিয়াস আহমেদ
শুক্রবার ● ২২ অক্টোবর ২০২১


---

মাটির টানে__ গিয়াস আহমেদ।

সবুজ শীতে রঙ ধরেছে

সোঁনালী উজ্জ্বলা,

সোঁনার ধানে ভরে যাবে

কৃষকের গোলা।


নতুন ধানে গুড়া কুটবে

ঢ়েঁকিতে পাড় দিয়া,

ঢ়েঁকির তালে নাচবে বধু

হেলিয়া দুলিয়া।


পিঠা পায়েশ খেজুর রস

কত মজার খাবার,

শিশির সিক্ত স্নিগ্ধ আবেশ

শীত এলো আবার।


মাটির টানে নবান্ন ঘ্রানে

হবে গ্রামে যেতে,

হাজারো পিঠা কত মিঠা

মন চাইবে খেতে।


বাংলাদেশ সময়: ৩:০৬:৩৫ ● ৫৪৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ