সুখ তুমি কত দূর– লিখক রাফেজা ইমরোজ

প্রথম পাতা » কবিতা ও সাহিত্য » সুখ তুমি কত দূর– লিখক রাফেজা ইমরোজ
শনিবার ● ১৪ মে ২০২২


---

কবিতা : “সুখ তুমি কত দুর”

সুখ তুমি কত দূর

রৌদ্রকরোজ্জল প্রভাতে

তোমায় খুজিছে কেউ,

কখনও প্রেয়সীর শাড়ির আঁচল

প্রেমিক মনে অনুভবে ভাসে

সুখ সুখ ঢেউ।


সুখ তুমি কি?

তুমি দেখতে কেমন?

কালো নাকি সাদা?

আকাশ নাকি জমিন,

কি তোমার রূপ?


তোমায় খুজিয়া পথভ্রষ্ঠ কতজন,

তোমারে আলিঙ্গন করিতে

এলোমেলো হয়ে যায়

কত মানবের

থরে থরে সাজানো ভুবন

তোমারে পাওয়া

কখনও সহজ,কখনও কঠিন।


সুখ তুমি কত দূর

তোমার ভাবনায়

নির্ঘূম রাত শেষে,

নামল সকাল

বাজল বিদায়ের সুর,

সুখ তুমি রয়ে গেলে অধরা।


চলতে চলতে পথ ফুরাল,

বলতে বলতে শেষ হল কথা

আকাশ থেকে ঝড়ে পড়ল লক্ষ তারা

সুখের আশায় তবু

অন্তহীন অপলক চেয়ে থাকা।


সুখ তোমারে ধরিতে

পাওয়া না পাওয়ার

হিসাব কষে চলে গেল

অনেকটা সময় অপ্রয়োজনে।


নশ্বর এই পৃথিবীতে

শতভাগ সুখী তবু

হয়েছে ক’জনে?


প্রত্যাসা আর প্রপ্তির

সমন্বয় হয়না সবসময়,

মন যদি মেনে নিতে পারত

অনর্থক জীবন হতনা ক্ষয়।


অকারন

অস্হির চিওে শুধুই

সুখের জন্য প্রহর গোনা,

জীবন পাতায় আরো বেশী

দূঃখের বীজ বোনা।


সুখ সুখ সুখ

সুখ তুমি কত দূর,

তোমাকে ভেবে মনের ক্যানভাসে

অঙ্কিত হল সাতরঙা বর্ণিল ছবি

রচিত হল নিত্য নব গান

আনমনে দিয়েছি তাতে কত

মন ভোলানো সুর

সুখ তবু দিল না ধরা,

দূর থেকে দূর

হেটেছি কত বন্ধুর পথ

সুখ তবু দিল নাকো সাড়া।


সুখ সুখ সুখ

তুমি থাক যতই দূরে

তোমার আশাতে নির্ঘূম রাত

কাটাবোনা আর এ ভুবনে,

সান্তনায় সাজায়েছি এ হিয়া

এ জগতে শতভাগ সুখি

হয়েছে বল কজনে ?


সুখ তোমাকে কতটা পেলাম

এ জীবনে

পাওয়া না পাওয়ার

এই নিষ্ফল হিসাব

কষিতে চাইনা আর

অপ্রয়োজনে।


বাংলাদেশ সময়: ৪:৫৮:২৩ ● ৩৩৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ