মৌলভীবাজারে সাহিত্য মেলা ২০২২, উপলক্ষে মঞ্চায়িত হল নাট্যালেখ্য “একাত্তরের চিঠি”

প্রথম পাতা » কবিতা ও সাহিত্য » মৌলভীবাজারে সাহিত্য মেলা ২০২২, উপলক্ষে মঞ্চায়িত হল নাট্যালেখ্য “একাত্তরের চিঠি”
বুধবার ● ৯ নভেম্বর ২০২২


 ---

এমবি নিউজ ডেস্ক :

মঙ্গলবার( ৮ই নভেম্বর) বিকেল ৫ ঘটিকয বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক উৎসব ২০২২ উপলক্ষে দুইদিন ব্যাপী সাহিত্য মেলার প্রথম দিনে  মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে, জেলা শিল্পকলা একাডেমির হল রুমে মঞ্চায়িত হল মুক্তিযুদ্ধ বিষয়ক নাট্যলেখ্য “একাত্তরের চিঠি” জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জমিস উদ্দিন মাসুদ এর পরিচালনায়, নাজিয়া আক্তার চৌধুরীর নির্দেশনায় ও সুশিপ্তা দাশের রচনায় নৃত্যালেখ্য অনুষ্টাণে অভিনয় ও নৃত্য পরিবেশন করেন কাইয়ুম, তুলনা, শতাব্দি, বিদ্যা, অতশ্রী, অনুশ্রী, তুলি, মাহিম, পৌলমী, মৌ ও প্রীতম। মুক্তিযোদ্ধা  বিপ্লবের মায়ের চরিত্রে অভিনয় করেন নাজিয়া আক্তার চৌধুরী।

বাংলাদেশ সময়: ৪:২৪:৩১ ● ৪১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ