কুলাউড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-২

প্রথম পাতা » অপরাধ » কুলাউড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ আটক-২
মঙ্গলবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৩


---

এমবি নিউজ ডেস্ক :

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ৩০ বোতল ফেনসিডিলসহ আফজল খান (৪০) এবং আশরাফুল ইসলাম (৩৮) নামে দুই ব্যক্তিকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

আটককৃত আফজল খান মৌলভীবাজার সদর থানাধীন চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুড়া গ্রামের মৃত সুলতান খানের ছেলে। আটককৃত অপর আসামি মোঃ আশরাফুল ইসলাম মৌলভীবাজার সদর থানাধীন কনকপুর ইউনিয়নের রংদাস গ্রামের জনৈক নুরুল ইসলামের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল(২৫ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া থানার এসআই আব্দুল আলীমের নেতৃত্বে কুলাউড়া থানার একটি দল কুলাউড়ার ১১নং শরীফপুর ইউনিয়নের কালারায়েরচরের মনু নদীর বেরি বাঁধ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে।

ঘটনাস্থল থেকে আটককৃত ব্যক্তিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি শপিং ব্যাগের ভেতরে থাকা ৩০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক জানান, “ফেনসিডিল উদ্ধারের ঘটনায় আটককৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৮:১১ ● ১৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ