বুধবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

প্রথম পাতা » ক্রীড়াঙ্গন » বুধবার (২৭ সেপ্টেম্বর) মৌলভীবাজার মনু নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩


---

এমবি নিউজ স্পোর্টস ডেস্ক :

মৌলভীবাজারের মনু নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৯ টি নৌকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মনু নদের চাঁদনীঘাট ব্রীজ এলাকায় শুরু হবে এ নৌকাবাইচের আয়োজন করেছে মৌলভীবাজার পৌরসভা

নৌকা বাইচে যে সকল নৌকা অংশ গ্রহণ করবে এগুলো হলো, রাজনগরের বালিসহস্র এলাকার আব্দুর রউফের ছেলে কাবুল আহমদের শাহ মোস্তফার তরী, রাজনগর উপজেলার সালাহ উদ্দিনের কমলারাণীর তরী এবং অপরটি সদর উপজেলার দিশালোক গ্রামের নৌকা। এছাড়াও সুনামগঞ্জ, জগন্নাথপুর, ইনাতগঞ্জ থেকে আসবে নৌকা।

মৌলভীবাজারে নৌকাবাইচ প্রতিযোগিতার প্রথম পুরষ্কার মোটরসাইকেল স্পন্সর করেছেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রহমান মনা। দ্বিতীয় পুরষ্কার রেফ্রিজারেটর/ফ্রিজ, তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে একটি রঙ্গিন টেলিভিশন।

প্রতিযোগিতার ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, করোনাসহ বিভিন্ন কারণে গত কয়েক বছর মনু নদে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়নি। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মৌলভীবাজার পৌরসভা অতীতের ঐতিহ্য ধরে রেখে এবারও নৌকা বাইচের আয়োজন করেছে।

বাংলাদেশ সময়: ১:২১:১৪ ● ২১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ